মানুষ মানুষের জন্য, মানুষের জন্য সামান্য একটু উপকার কি করা যায় না! অবশ্যই করা যায়। যদি সামর্থ্য থাকে তবে এ উদ্যোগ নিলে ক্ষতি কী? সে কথা বিবেচনায় আলোর পথযাত্রী সংগঠনের সহযোগিতা নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশু এবং নাগরিকদের পবিত্র রমজান মাসে মাসব্যপী এক বেলার রান্নাকৃত খাবার সরবরাহ করছে দেশের বহুল প্রচারিত জনপ্রিয় যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদী শাখার সদস্যরা। ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদী শাখার উপদেষ্টা এবং যায়যায়দিন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে আহ্বায়ক কমিটির সদস্যরা উপজেলার এতিমখানা, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে পবিত্র মাহে রমজান মাসব্যাপী বাস্তুহারা সুবিধাবঞ্চিতদের রাতের খাবার এবং ইফতার সরবরাহ করছেন। প্রতিদিন অর্ধশতাধিক গরিব ও অসহায় মানুষের মধ্যে এ খাবার তুলে দেওয়া হচ্ছে। অসহায়, এতিম ও গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করায় সাধারণ মানুষ এ কাজকে একটু ব্যতিক্রমী উদ্যোগ বলে আখ্যা দিয়েছেন।
স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোর পথযাত্রী'র সভাপতি খালেদ মাহমুদ সুজন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এবং মুক্তার-নূরুন্নাহার ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজুর রহমান সার্বিক সহযোগিতা করছেন। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদী শাখা কর্তৃক আয়োজিত মাসব্যাপী খাদ্য বিতরণের এ আয়োজনে আরও অংশগ্রহণ করছেন স্থানীয় মাদকবিরোধী সংগঠন 'মাদককে না বলি' (মানাব) এর সদস্য এবং সভাপতি মাসুম পারভেজ কলেস্নাল, কালের কণ্ঠ শুভ সংঘের উপদেষ্টা ও ঈশ্বরদী উপজেলা কালের কণ্ঠ প্রতিনিধি শেখ মেহেদী হাসান, রাজশাহী বিভাগ হিমোফিলিয়া প্রতিরোধ কমিটির সভাপতি মেহেদী প্রমুখ।
\হউপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদী, পাবনা।