পূর্বধলায় ইফতার সামগ্রী বিতরণ ফ্রেন্ডস ফোরাম পূর্বধলার উদ্যোগ
প্রকাশ | ২৩ মার্চ ২০২৪, ০০:০০
মো. জায়েজুল ইসলাম
যায়যায়দিন পত্রিকার লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে মানবিক কাজের অংশ হিসেবে গরিব, অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফোরামের সদস্য, পূর্বধলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মোমেন জুয়েলের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলার বিশকাকুনী ইউয়িনের ধলা মড়লবাড়ীতে গত শুক্রবার ১৫ মার্চ সকালে ইফতার সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক জাকির আহমদ খান কামাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মোমেন জুয়েল। ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহিমা খালেক ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুল খালেক মন্ডল, কাছিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান, ময়মনসিংহ পলস্নী বিদু্যৎ সমিতির, সম্ভুগঞ্জ অফিসের ক্যাশিয়ার মো. সাদেকুল ইসলাম উজ্জ্বল, আব্দুল হেলিম মন্ডল, মো. নজরুল ইসলাম কাজল, মো. মজিবুল ইসলাম, মো. আবুল কাশেম রাজ, মো. আকসেল মিয়া প্রমুখ। ইফতার বিতরণ কর্মসূচিতে ১০৫ জন উপকারভোগী ছিলেন। এদের প্রতিজনের জন্য এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, ৫০০ গ্রাম খেজুর, ৫০০ গ্রাম চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপকারভোগী ইসলাম উদ্দিন, রেজিয়া, হাসিম উদ্দিন, করফুলী বেগম বলেন, এই ইফতার সামগ্রী পেয়ে তারা খুব খুশি। তারা আরও বলেন, কয়েকদিন বেশ শান্তিতে ইফতার করতে পারবেন। আয়োজনকারী সবার প্রতি তারা সবার জন্য প্রাণভরে দোয়া কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমেন জুয়েল বলেন, মরহুম হাজী আব্দুল মালেকের আত্মার মাগফিরাত কামনার্থে সামাজিক কাজের অংশ হিসেবে এই ইফতার বিতরণ করা হয়েছে। ফ্রেন্ডস ফোরামের পরিকল্পনায় এ মহতী কাজ বাস্তবায়ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।