'বন্ধুত্ব করি, দেশ গড়ি' সেস্নাগানকে সামনে রেখে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের বন্ধুরা ফ্রেন্ডস ফোরামের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা ও ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রগতি ও রূপরেখা প্রণয়ন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের সভাপতি মো. মফিজুর রহমান টিটু। আলোচনা সভার শুরুতেই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলেই প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগাতে হবে। তাই ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ফ্রিল্যান্সিং কর্মশালার আয়োজনের মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার তৈরির করার জন্য প্রশিক্ষণের আয়োজন করবেন। কোর্সগুলো হল ডিজিটাল মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, লোগো তৈরি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, এনিমেশনসহ আরও কিছু বিষয় নিয়ে।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবুর দিকনির্দেশনায় চলছে সামাজিক অবক্ষয় রোধের সবধরনের কার্যক্রম। তিনি জানান বর্তমান বিশ্বে অনলাইনভিত্তিক পেশা বেছে নিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ফ্রেন্ডস ফোরামের সহসভাপতি মো. সাঈদউর রহমান, সাধারণ সম্পাদক আসমা আক্তার, অর্থ সম্পাদক এইচ.এম. আসলাম সানি, সমাজসেবা সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক তাসলিম ফেরদোউস বলেন, পবিত্র রমজান মাস সংযম সাধনার মাস। ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে এ মাসে সমাজের হত দরিদ্র ব্যক্তিদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ নিয়ে আলাপ হয় এবং উক্ত কার্যক্রমে উপস্থিত সবাই সম্মতি প্রদান করেন। এছাড়া সম্মানিত সব সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভাপতি সভার সবাইকে ধন্যবাদ জানিয়ে চা-চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সভাপতি
ফ্রেন্ডস ফোরাম পিরোজপুর