'বন্ধুত্ব করি, দেশ গড়ি' এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে পাঠক, শিক্ষক, ছাত্র, লেখক, ব্যবসায়ী, চাকরিজীবী ও শুভানুধ্যায়ীদের নিয়ে সামাজিক অবক্ষয় রোধে সমাজসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন ধরনের কাজ করার প্রত্যয় নিয়ে পিরোজপুর জেলার কার্যকরী কমিটির পথচলা শুরু করে। গত ১০ ফেব্রম্নয়ারি শনিবার সকালে কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে পিরোজপুরের বন্ধুদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বন্ধুদের সবার মতামতের ভিত্তিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রচার, প্রসার ও বিক্রয় বৃদ্ধিসহ দেশ ও সমাজের মানুষের উন্নয়নের জন্য সব ধরনের কার্যাবলি করার অঙ্গীকার করা হয়।
কার্যকরী কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের আহ্বায়ক মো. মফিজুর রহমান টিটু।
আলোচনা শেষে ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। সভাপতি : মো. মফিজুর রহমান টিটু; সহসভাপতি : মীর নজরুল ইসলাম, সরদার মো. সাঈদউর রহমান ও মে. নুরুজ্জামান খান পলাশ; সাধারণ সম্পাদক : আসমা আক্তার নাজমীন; যুগ্ম সাধারণ সম্পাদক : সুমাইয়া আক্তার ও মেহেরুন নেছা (মুন্নি); অর্থ সম্পাদক : আসলাম সানি; সাংগঠনিক সম্পাদক : মো. রবিউল ইসলাম; দপ্তর সম্পাদক : তাসলিম ফেরদৌস; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : দিপ্ত কর্মকার; সাংস্কৃতিক সম্পাদক : মো. সেলিম হাওলাদার; সমাজকল্যাণ সম্পাদক : জান্নাতুল ফেরদৌস লিমা; ক্রীড়া সম্পাদক : মো. মেহেদি হাসান ইমন; শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক :অপূর্ব কুমার বসু; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : আহাদুজ্জামান শুভ; প্রচার ও জনসংযোগ সম্পাদক : মো. কামরুজ্জামান মিঠু, সম্মানিত সদস্য : মশিউর রহমান, মাহিয়া প্রিয়া, মাহফুজ মীর, জায়েদ চৌধুরী, শান্ত রায়, রহিম হাওলাদার, আঁখি খানম, আরিফা আক্তার ও আঁখি আক্তার।
পিরোজপুর জেলা কার্যকরী কমিটি অনুষ্ঠানের শেষে চা-চক্রের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি করা হয়।
সভাপতি
ফ্রেন্ডস ফোরাম, পিরোজপুর।