প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুমানা আলী টুসির হাতে নিজের লেখা বই তুলে দিয়েছেন গাজীপুর সদর উপজেলা ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা কবি ও লেখক শাহান সাহাবুদ্দিন। গত ২১ জানুয়ারি ধানমন্ডির শংকরে প্রতিমন্ত্রীর বাসভবনে বিশেষ সাক্ষাতের সময় নিজের লেখা একাধিক গল্পগ্রন্থ ও কাব্যগ্রন্থ উপহার দেন। উপহার হিসেবে বই পেয়ে রুমানা আলী টুসি বলেন, কেউ তো বই উপহার দিতে আসে না। প্রাসঙ্গিক কাজের কথা বলতেও আসে না। আসে ফুল দিতে আর ছবি তুলতে। ফুল গ্রহণ করতে করতে, দাঁড়িয়ে থেকে 'আমি স্ট্যাচু অব ফ্লাওয়ার হয়ে গেছি'। বই উপহার পেয়ে তিনি ভীষণ খুশি হয়েছেন। সময় নিয়ে বইগুলো পড়বেন বলেও জানান।
জবাবে শাহান সাহাবুদ্দিন ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি প্রাসঙ্গিক আলাপ করছেন। প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির সঙ্গে শাহান সাহাবুদ্দিনের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। এ সময় রুমানা আলী বলেন, অশুভ ও অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। মানুষের জাগরণের বিপস্নবে যেমন জনসাধারণকে পাশে পেয়েছেন, তেমনি গাজীপুর-৩ ও দেশের মানুষ ও প্রজন্মকে সুন্দর ও সুসংহত জীবনবোধ ও উজ্জ্বল দিন উপহার দেওয়ার বিপুল কর্মযজ্ঞেও পাশে পাবেন বলে আশা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রভাষক এমদাদুল হক, গাজীপুর জেলা যুবলীগ নেতা মো. ফিরোজ মিয়া, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান, গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ হোসেন, অর্থ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনি মন্ডল ও আবু সাঈদ প্রমুখ।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম, গাজীপুর সদর।