ফ্রেন্ডস ফোরামের উদ্যোগ
কেরানীগঞ্জে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
মাসুম পারভেজ
'মাঘের শীত বাঘের গায়ে' বাংলা সাহিত্যে মাঘ মাসের শীত নিয়ে এমন একটি প্রবাদ বহুল প্রচলিত। এ বছরে মাঘ মাসের শীতল আবহাওয়া যেন প্রবাদটির সত্য রূপ নিয়েছে। দেশজুড়ে অব্যাহত রয়েছে হাড়কাঁপানো শীত। কেরানীগঞ্জ এলাকার দিনমজুর ও বুড়িগঙ্গা নদীর জিনজিরা, আগানগর ও কালিগঞ্জ ঘাটের খেয়া পারাপারের শতাধিক মাঝিদের মাঝে কম্বল, মাফলার, জ্যাকেট, ট্রাউজার, ফুলহাতা গেঞ্জিসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর উপজেলার কদমতলি, জনী টাওয়ার, চুনকুটিয়া, আব্দুলস্নাপুর, কোনাখোলা ও বুড়িগঙ্গা নদীর খেয়াঘাটের আশপাশের শীতার্ত মানুষের মাঝেও কম্বল, মাফলার ও হুডি বিতরণ করা হয়। প্রায় চার শতাধিক শীতবস্ত্র অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
পরবর্তী ধাপে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শিগগিরই মানবতার দেওয়াল নিয়ে হাজির হবেন বন্ধুরা। ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, ফ্রেন্ডস ফোরাম সামাজিক কর্মকান্ডকে সাধুবাদ জানান। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের প্রতিনিধি ও উপদেষ্টা মাসুম পারভেজ, আহ্বায়ক : কাওসার আহমেদ, যুগ্ম আহ্বায়ক :শামসুর রহমান তুষার, যুগ্ম সদস্য সচিব : শিহাব উদ্দিন ও এনামুল হাসান, সদস্য আলআমিন শাহাদাৎ, মৃদুল রাজবংশী, আজিম হোসেন, আশাপূর্ণ সরকার, সুমন হিরা, আসাদ নুর সাব্বির ও কিফায়েত হোসেনসহ অন্যান্য বন্ধুরা।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম, কেরানীগঞ্জ।