কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঢাকা ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজি কার্যালয়ে কিশোরগঞ্জ পাকুন্দিয়া শাখার বন্ধুরা এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শহিদুল ইসলাম মাসুদ। তিনি বলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার সব সদস্যকে নিয়ে সব সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং অন্য বন্ধুদেরও উৎসাহিত করবেন। আগামী ২৫ জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান। বিভিন্ন সময়ে বিভিন্ন কবি-সাহিত্যিকদের জীবনী নিয়ে আলোচনা করে নিজেদের সমৃদ্ধ করতে হবে। প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের পাকুন্দিয়া শাখার উপদেষ্টা ডা. বোরহান উদ্দিন। তিনি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া শাখা কীভাবে গতিশীল করা যায় তা নিয়ে আলোচনা করে এবং বাঙালি মনীষীদের জীবন চিত্র এই ফোরামের মাধ্যমে তুলে ধরবে বলে অবহিত করেন। সব সদস্যকে উৎসাহ দিয়ে তিনি আরও বলেন, যত দিন বেঁচে থাকবে তত দিন এই যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মাধ্যমে সামাজিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন অত্র ফোরামের সাধারণ সম্পাদক আফসার আশরাফী। আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোলায়মান হোসেন, আরিফুল ইসলাম, আব্দুলস্নাহ, মর্তুজা কবির, মো. খাইরুল হাসান, আলম, মন্টু দা, মো. সুজন খান, মো. নাজমুল হক, মো. রকিবুল হাসান প্রমুখ।
সাধারণ সম্পাদক, ফ্রেন্ডস ফোরাম, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।