এতিমদের মাঝে উপহার বিতরণ পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০

মো. শরিফুল আলম
এতিমদের মাঝে উপহার বিতরণ শেষে ফটোসেশন
এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে/সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে/তোমার টাকা কড়ি সুন্দর গাড়ি সবই পড়ে রবে/তোমার কর্মসাধন সৃজন পূজন তোমায় স্মরণ নেবে- এ প্রেরণায় অনুপ্রাণিত হয়ে 'যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম' পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া শাখার বন্ধুরা নিজেদের সাধ্য অনুযায়ী কিছু উপহার নিয়ে কোমলমতি এতিম বালিকাদের মাঝে বিতরণ করা হয়। তাদের মুখে হাসি ফুটাবার প্রয়াসে হাজির হয়েছিল কুষ্টিয়া শহরের মজমপুরে অবস্থিত মোমেনা খাতুন বালিকা এতিমখানায়। ফোরামের বন্ধুদের এতিমদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে এ উপলব্ধি জাগ্রত হয়েছে যে, 'তাকেই সাহায্য করো, যার সাহায্য প্রয়োজন।' প্রকৃতপক্ষে সমাজের বিত্তবানদের উচিত এসব অসহায় পিতামাতাহীন অনাথ শিশুদের সুন্দর-স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্থ করে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখা। শিশুদের উদ্দেশে বক্তব্যদানকালে সংগঠনের যুগ্ম সম্পাদক মো. শরিফুল আলম বলেন, ফোরামের বন্ধুরা যার যার অবস্থান থেকে সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং থাকার চেষ্ট করবে। আরও বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. জাহিদুল ইসলাম ও মো. নাফিজউদ্দৌলা। এতিমখানার কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মনজুর রহমান ফোরামের বন্ধুদের সাথে এতিম বালিকাদের পরিচয় করিয়ে দেন। সবশেষে ফটোসেশনের মাধ্যমে মহতী এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আরও উপস্থিত ছিলেন মো. রিয়াজ উদ্দীন, হাবিবা সুলতানা, তাসলিমা খাতুন, তানিয়া পারভীন, সুমাইয়া আফরিন, আফসানা মিমি, আম্বিয়া খাতুন, মারিয়া আক্তার, যুথি আক্তার, ছুম্মা খাতুন, সামিয়া আক্তার, সাদিয়া খাতুন, ফারজানা আক্তার, সাবিহা ইসলাম প্রমুখ। যুগ্ম সাধারণ সম্পাদক পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া।