logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১২ কার্তিক ১৪২৭

  তৈয়ব আলী ফারুক   ২১ মার্চ ২০২০, ০০:০০  

এলো বসন্ত

বসন্তের ঐ আভাস মেলে

এই প্রকৃতির সাজে

\হকিচিরমিচির শব্দ, কানে

সকাল হলেই বাজে।

গাছে গাছে সবুজ পাতার

আলোড়নের সৃষ্টি

সেই সাজানো নতুন রূপের

বাতাস বহে মিষ্টি।

কোকিলের ঐ কুহু কুহু

সেই অচেনা সুর

নতুন কিছু দেখা মেলে

যতই থাকি দূর।

বন বনানী এই দেশের ঐ

সকল দেশের সেরা

রূপে গুণে চারিদিকে ঐ

সবুজ বাংলা ঘেরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে