বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁদ মামা

প্রজীৎ ঘোষ
  ০৭ মার্চ ২০২০, ০০:০০

চাঁদ মামা উঁকি দেয়

ফাগুনের আকাশে;

তেঁতুলের মতো কেন

হয়ে যায় বাঁকা সে?

সূর্যের তাপ নেয়

নেয় কিছু ফুলকি;

পৃথিবীর বুকে তার

আসা ছিল ভুল কি?

ধীরে ধীরে চাঁদ মামা

কেন হয় বৃত্ত?

একটু ভাবনা করে

বল ভাই চিত্ত!

চাঁদ মামা গোল হয়

সময়ের কারণে;

রাগ হলে তুই যেমন

থামিস না বারণে।

চিত্তের কথা শুনে

মনে জাগে নৃত্য;

চাঁদ মামা গোল হলে

মনে হয় বৃত্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<91426 and publish = 1 order by id desc limit 3' at line 1