আমাদের এই দেশ

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০

মোঃ দিদারুল ইসলাম
আমাদের এই দেশ ফুলে ফলে ভরা, প্রকৃতির রূপে গুণে, স্বর্গীয় ধরা। খাল-বিল, নদী-নালা বহে বুক চিরে, পাখিসব দিন শেষে রাতে ফেরে নীড়ে। কৃষকেরা রোদে পোড়ে করে হালচাষ, গোলাভরা ধান পেলে খুশি বারোমাস। ঋতুভেদে নানা গাছে ফোটে কত ফুল, মৌমাছি গায় গান, নেই যার তুল। কাঠবিড়ালীর দল, গাছে দেয় উঁকি, টুসটুসে পাকা আম খায় খোকাখুকি। জেলেদের জালে পড়ে ইলিশের ঝাঁক, অদূরেই মাছঘাটে, জমে হাঁক-ডাক। আমাদের এই দেশ সুখে ভরা বেশ, ভেদাভেদ ভুলে গিয়ে, চলো গড়ি দেশ।