শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রঙে আঁকা

বাসুদেব খাস্তগীর
  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
রঙে আঁকা

ঐ যে দূরে চেয়ে দেখি

সবুজ সমারোহ

আমায় ডাকে হাতছানিতে

মায়ায় বাধা মোহ।

আকাশের ডাক

সবুজের বাঁক

ছুঁয়ে যেতে চায় মন

আবেশে যাই হারিয়ে আমি

নেই আঁধারের ক্ষণ।

সবুজ নীলে মাখামাখি

আঁকছে রঙিন ছবি

মনের আকাশ একটি ঘুড়ি

দিগন্তে হয় রবি।

মন হলো আজ

রূপে কারুকাজ

শিল্পীর রঙে আঁকা

ঘর যেন আর নয় তো আপন

শুধুই দূরে থাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে