শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মানুষ হও

এম এ জিন্নাহ
  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
মানুষ হও

তোমরা এবার ফুল হয়ে যাও

ফুল হয়ে যাক তুমি;

দেখবে তখন কেমন করে

বদলাবে এই ভূমি।

অট্টালিকার হিসেব ভুলে

যাও হয়ে যাও নদী;

স্রোতের মতো সুখ ছড়াবে

চলবে নিরবধি।

তোমরা না হয় মেঘ হয়ে যাও

মেঘ হবে এই জাতি;

উজাড় করে সুখ ছড়াবে

নীরব রাতারাতি।

তোমরা সবাই গাছ হয়ে যাও

মানুষ হবে তারা;

তোমরা তো কেউ মানবে না আর

মানুষ হওয়ার ধারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে