ছাতিম গাছে ফুল ফুটেছে
মাতাল করে প্রাণ,
সন্ধ্যাবেলা রাত্র-নিশি
ছড়ায় ম-ম ঘ্রাণ।
সাতটি পাতায় জড়িয়ে থাকে
থোকায় থোকায় ফুল,
চিকন ডালে ঝুলছে যেন
শুভ্র মোতির দুল।
মৌমাছিরা মধুর লোভে
নিত্য সেথা যায়,
হেমন্তেরই গন্ধ মেলে
ছাতিম গাছের গায়।