খুকুর বাগান
প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
জাহানারা নাসরিন
মুগ্ধতা ছড়াচ্ছে বাগানটা কী যে!
হল আরও মনোরম বৃষ্টিতে ভিজে।
দেখাশোনা করে খুকু বাগানটা রোজ,
ফুলপাখি সকলের খুকু নেয় খোঁজ।
ফুল ফলে সেজেগুজে বাগানটা হাসে,
পাখি নাচে ডালে আর ফড়িংরা ঘাসে।
প্রজাপতি পাখা মেলে ঘোরে ফুলে ফুলে,
সাজি হাতে খুকুমণি যায় ফুল তুলে।
জুঁই, চাঁপা, বেলী আর গোলাপের ঘ্রাণে,
মৌ ছোটে মধু নিতে দোলা দেয় প্রাণে।
লতা-পাতা, ফুল-ফল, পাখিদের সাথে,
কত কথা বলে খুকু উৎসবে মাতে।
সাথীদের নিয়ে খুকু করে ছুটোছুটি,
হইচই হুলেস্নাড়ে খায় লুটোপুটি।
শ্যামা-টিয়ে-বুলবুলি, টুনটুনি নাচে,
মুঠোমুঠো আনন্দে খুকুমণি বাঁচে।