আশ্বিন শেষে কার্তিক এসে,
আনলো ডেকে হেমন্তকে।
আনলো ডেকে সকাল সাঁঝে,
আবছা আলোর কুয়াশা কে।
আনলো সবুজ ধানের গাছে,
সোনা রঙের গয়না শাড়ি।
আনলো ঘরে সোনার ফসল,
পাড়া গায়ের চাষার বাড়ি।
আনলো ডেকে নবাব খুশি,
ধান মাড়ায়ের পালা শেষে।
নতুন ধানের পিঠা পায়েস,
সবাই মিলে খায় আয়েশে।