শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ইচ্ছে করে

মোশাররফ হোসেন
  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
ইচ্ছে করে

ইচ্ছে করে পাখি হয়ে নীল আকাশে উড়তে,

মেঘের বুকে বৃষ্টি হয়ে ঝম ঝমাঝম ঝরতে।

ইচ্ছে করে কলি হয়ে কুসুম বাগে ফুটি,

অলি হয়ে সকাল সাঁঝে ফুলের মধু লুটি।

ইচ্ছে করে ঢেউয়ের মতো ছলাৎ ছলাৎ বইতে,

মুক্তা হয়ে ঝিনুক বুকে মুখ লুকেয়ে রইতে।

ইচ্ছে করে নদী হয়ে দূরের দেশে চলি,

শাপলা হয়ে মাঝির সাথে মনের কথা বলি।

ইচ্ছে করে শিশির হয়ে দূর্বা ঘাসে জমতে,

পাখির বুকে ছানা হয়ে রাত নিশিতে উমতে।

ইচ্ছে করে জোনাক হয়ে হীরার মতো জ্ব্বলি,

কোকিল হয়ে সুরে সুরে মিষ্টি কথা বলি।

\হইচ্ছে করে হতে আমার পদ্ম ফোটা পুকুর,

ইচ্ছে করে হতে আমার রৌদ্র ভরা দুপুর।

ইচ্ছেগুলো কোথায় গেলে হবে আমার পূরণ,

দাওনা বলে তোমরা সবে থাকে যদি স্মরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে