রেলগাড়ি

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০

অবিনাশ আচার্য
দুর্বার গতি তার চলে চলে রেল ঝিক্‌ ঝিক্‌ ঝিক্‌ ঝিক্‌ বাজে হুইসেল। মাঠ-ঘাট ধেই ধেই ছটফটে বেশ কই যায় কই যায়? যায় দূর দেশ। শন্‌ শন্‌ ঝাউবন গতি বাড়ে তার ক্যাঁচক্যাঁচ কড়কড় সেতু পারাপার। কলকল নদী জল খিলখিল সুর হই হই যায় কই? যায় বহুদূর। সাই সাই ঝক্‌ ঝক্‌ গট গট গট চারপাশে হরদম বদলায় পট। ছুট ছুট অবিরাম দিন-রাতভর নেই ঘুম নেই ঘুম নেই অবসর। রেলগাড়ি রেলগাড়ি রেলগাড়ি রেল পথে পথে শিহরণ বাজে হুইসেল।