মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

রেলগাড়ি

অবিনাশ আচার্য
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
রেলগাড়ি

দুর্বার গতি তার চলে চলে রেল

ঝিক্‌ ঝিক্‌ ঝিক্‌ ঝিক্‌ বাজে হুইসেল।

মাঠ-ঘাট ধেই ধেই ছটফটে বেশ

কই যায় কই যায়? যায় দূর দেশ।

শন্‌ শন্‌ ঝাউবন গতি বাড়ে তার

ক্যাঁচক্যাঁচ কড়কড় সেতু পারাপার।

কলকল নদী জল খিলখিল সুর

হই হই যায় কই? যায় বহুদূর।

সাই সাই ঝক্‌ ঝক্‌ গট গট গট

চারপাশে হরদম বদলায় পট।

ছুট ছুট অবিরাম দিন-রাতভর

নেই ঘুম নেই ঘুম নেই অবসর।

রেলগাড়ি রেলগাড়ি রেলগাড়ি রেল

পথে পথে শিহরণ বাজে হুইসেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে