নীলান্তিকা মেঘ যেখানে
উৎসবেরই সাজে
মনের ভেতর তাক্ ডুমা ডুম
নানান বাদ্য বাজে।
পাল্টিয়ে রঙ নতুন সাজে
দেখছি অনেক দিন
ওমা তবে বুঝেছি আজ
এসেছে আশ্বিন।
বর্ষা পালায় লেজ গুটিয়ে
কাশ ফোটারই পালা
শিউলি তলা ঘ্রাণে মাতায়
ভরায় ফুলের ডালা।
আগমনী বার্তা আসে
হাসি খুশির রব
দুর্গাপূজায় শারদীয়
জমেছে উৎসব।