যার কাছে হয় প্রথম থেকে
লেখাপড়া শুরু
শ্রদ্ধাভাজন ব্যক্তি তিনি
শিক্ষাদানের গুরু।
স্বীয় জ্ঞান ও অভিজ্ঞতায়
পাঠ দিয়ে যান তিনি
মানুষ হওয়ার জন্যে সবাই
তারই কাছে ঋণী।
তিনিই জ্বালান মনের মাঝে
স্নিগ্ধ আলোর বাতি
সঠিক পথের দিশা দিতে
অতি আপন সাথী।
দেশ-সমাজের বিবেক তিনি
চরিত্র দেন গড়ে
জ্ঞান অর্জন পূর্ণতা পায়
তারই কাছে পড়ে।
শিক্ষাগুরুর মর্যাদা তাই
রাখব মাথায় তুলে
তার উপদেশ-আদেশ-নিষেধ
কেউ যাব না ভুলে।