গ্রাম বাংলার রূপ

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

এম এস ফরিদ
মাঠ পেরিয়ে পদ্ম পুকুর কালো জলের রাশি হাত বাড়িয়ে ছুঁয়ে দিলে ঢেউ খেলে যায় ভাসি। হাঁসগুলো সব পাখনা ঝাড়ে ঘাটের কিনার ঘেঁষে চইচই করে ডাক দিয়ে যায় কৃষাণ মেয়ে এসে। ফুলে ফুলে ভরে গেছে ঝিঙে কুমড়ার মাচা হেলেঞ্চাফুল ফোটে আছে ডগা যে তার কাঁচা। কলমি লতার কচি পাতা সবুজ হাসি হাসে ছন্দ তালে ঢেউয়ের দোলায় জলের বুকে ভাসে। সুপারি আর নারকেল বনে বাঁদুর ঝাঁপটায় পাখা বাঁশবাগানে জোনাক জ্বলে রূপালি রঙ মাখা। মুগ্ধ এমন গাঁও গেরাম আর অপরূপের ছবি সবুজ শ্যামল মায়াঘেরা ভালো লাগে সবই।