আমার সেদিন হারিয়ে গেছে আর অনেক আগে,
হঠাৎ করেই স্বপ্নে দেখি খেলছি কুসুম বাগে।
কুসুমকলি আর চেনে না আমায় আগের মতন,
আমি নাকি অনেক বড়া তাই নিল না যতন।
মনের দুঃখে তাই তো এবার ছুটি নদীর কাছে,
মনের কথা শুনল না আর পুটি টেংরা মাছে।
কি করি হায়! কি করি হায়! মনটা ভীষণ ভারি,
বকের দলকে ডাকি কত, তারাও করে আড়ি।
শাপলা শালুক রাশি রাশি ফুটছে নদীর জলে
হাত দিও না, হাত দিও না, তারাও চেঁচিয়ে বলে।
হঠাৎ করেই নদীর ওপার ডেকে উঠল ফেউ,
আনরে লাঠি হেঁকে উঠলাম, আসল না তো কেউ।
নদীর ধারের বাবলা গাছে হরেক পাখির ছানা,
সেথায় গেলে চোখ রাঙাল একটা ঘুঘুর নানা।
মনে মনে ভাবে বুঝি আগের দিনের কথা,
ডিম ভেঙে তার মনে কত দিয়েছি যে ব্যথা।
ভীষণ বুড়ো হয়ে গেছে নদীর পাড়ের বট গাছ,
অবশেষে মনের দুঃখ, বললাম খুলে তার কাছ।
চিনতে পেরে গাছটা আমায় বলল একটু হেসে-
তোমার সেদিন হারিয়ে গেছে নদীর জলে ভেসে।