যাবে ভাই ঘুরে

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

জাহাঙ্গীর আলম
খাল বিল নদী আছে আমাদের দেশে, চিকচিক করে বালি দেখে যাও এসে। মাছ আছে নদী ভরা আছে কত পাখি, জেলে ভাই ধরে মাছ জুড়ায় যে আঁখি। \হ সবুজের মাঠে আছে সোনালির ধান, কৃষক কৃষাণি সুখে খায় পান। কামার কুমার জেলে মিলেমিশে বাস, এক সাথে থাকি সবে কেউ নয় দাস। আমাদের ছেলেমেয়ে পাঠশালে যায়। পাঠশালে গিয়ে ওরা সুশিক্ষা পায়। তাতি ভাই বানায় যে সুন্দর শাড়ি, সেই শাড়ি পরে মায়ে ঈদে যায় বাড়ি। বল এমন দেশটি কোথা আছে ভাই? সবুজের মেলা যেন আর কোথা নাই। ভোরবেলা পাখি ডাকে মায়া ভরা সুরে সময় সুযোগ করে যাবে ভাই ঘুরে।