কাকতাড়ুয়া

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

নকুল শর্ম্মা
কাকতাড়ুয়া সং সেজেছে চুনকালিটা মেখে, পোশাকখানা এমন আজব পায় যে হাসি দেখে। কাকতাড়ুয়া কাকতাড়ুয়া কেন এমন সাজ? কেউ বোঝে না কী যে কষ্ট কাক তাড়ানোর কাজ। সারাটাদিন ক্ষেতখামারে দাঁড়াই থাকি একা, আমার যে কাজ এমনই ভাই হয় না কোথাও লেখা। আমার ঘাড়ে সব চাপিয়ে তোমরা ভরাও গোলা, তবু রে ভাই সবার সুখে আমার দুয়ার খোলা।