বৃষ্টির গল্প

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মাঈন উদ্দিন আহমেদ
চলো একটা গল্প বলি আজ মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড় বৃষ্টি হওয়ার সাজ! থমথমে ঐ আকাশ জুড়ে মেঘ করেছে ভর বৃষ্টি এলেই স্যাঁতসেঁতে ভাব উঠান-বাড়ি-ঘর। বৃষ্টি এলেই যায় যে ডুবে রাস্তা-নদী-নালা ভাঙা চালার ঘরে ভেঁজে কালুর ছোট খালা। বৃষ্টি এলেই বাইরে যাওয়া বড্ড কঠিন হয় তাই তো কালো আকাশ দেখে পাচ্ছি একটু ভয়। আকাশ ভেঙে নামল যখন বৃষ্টি গুড়িগুড়ি ছেঁড়া কাঁথায় দেহ লুকায় পাশের বাড়ির বুড়ি। চলো একটা গল্প বলি আজ মেঘে ভরা আকাশটা তাই দুঃখের ক্যানভাস।