মৌমাছি
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আসাদুজ্জামান খান মুকুল
মৌমাছি মৌমাছি উড়ে তুমি যাও।
বনে বনে ঘুরে ঘুরে মধু শুধু খাও।
সারাদিন উড়ে চল ফুল থেকে ফুলে,
ফুরসৎ নেই কোনো থাকো কাজে ভুলে।
কাজ নিয়ে কারো সাথে নেই কোনো গোল,
সময়েতে কর সব হয় না তো ভুল।
অনু অনু মধু নিয়ে রাখ মৌচাক,
সাথি সব এক সাথে চলো ঝাঁকে ঝাঁক।
তিলে তিলে গড়ে তোল তোমাদের বাসা,
সুখে সেথা রবে সবে মনে কতো আশা।
মৌ লোভী কেউ যদি চাকে হানা আনে,
দল বেধে হুল দিতে ছুট তার পানে।
আকাশের পানে চল পাখা মেলে উড়ে,
মন সুখে গান ধর গুন গুন সুরে।
মিলেমিশে কাজ কর দ্বিধা নেই মনে!
আমারে কি নিয়ে যাবে তোমাদের সনে?