দাদু বলে, এই যে সুবোধ পাত্র
বয়স কত? সবে সাড়ে পাঁচ মাত্র।
এই বয়সে ভুগছ দৃষ্টি রোগে?
পুরু কাঁচের চশমা কেন চোখে?
আমায় দেখ আশির কাছাকাছি
তবু কেমন চশমা ছাড়াই আছি।
মিনু কয় বেশ! রহস্যটা বলো
কেমন করে চোখ রেখেছ ভালো?
হেসে দাদু বলে কি খাও ভাতে?
সবজি, ছোট মাছ কি থাকে সাথে?
দৃষ্টি বাড়ায় মলা ঢেলা মাছে
দুধ ঘি ডিমেও ভিটামিন এ আছে।
কুমড়া পেঁপে গাজর কচুর লতি
নিত্য খেলে চোখে বাড়ে জ্যোতি।
রোজরোজ এসব খাও কি বেশি করে?
খেলেই বুঝবে দৃষ্টি কেমন ফেরে।
তখন চশমা যাদুঘরে যাবে
আমার মতো তুমিও দৃষ্টি পাবে।