আমি হব ভোরের বাতাস লাগবে সবার ভালো
আমি হব সূয্যি মামা ছড়িয়ে দিব আলো।
আমি হব প্রজাপতি নাচব যে ফুল বাগে
আমি হব শিশির কণা সাধ যে মনে জাগে।
আমি হব দুষ্টু ফড়িং কী আনন্দ হবে!
আমি হব ফুলের কলি করবে আদর সবে।
আমি হব মুক্ত স্বাধীন ডানা মেলা পাখি
আমি হব মাঠের ফসল স্বপ্ন মনে আঁকি।
আমি হব মেঘের ভেলা চোখে এসব ভাসে
আমি হব বসন্তের ফুল কে না ভালোবাসে?
আমি হব সাগরের ঢেউ মনটা দিশেহারা
আমি হব সবার প্রিয় নিঝুম রাতের তারা।
আমি হব রাতের আকাশ হব চাঁদের বুড়ি
আমি হব খুকুর শখের নীল আকাশের ঘুড়ি।
আমি হব বাঁশ বাগানে জোনাকিদের সাথী
অচিনপুরের কাব্য লিখে উলস্নাসে তাই মাতি।