আমাদের এই বাংলাদেশ ষড়ঋতুর বাংলাদেশ। গ্রীষ্মের কাঠপোড়া গরম শেষে একপশলা বৃষ্টি নিয়ে হাজির হয় বর্ষা। বর্ষায় ঝুম বৃষ্টি শেষে সাদা মেঘের ভেলায় চড়ে বাংলার বুকে আগমন ঘটে শরৎ ঋতুর। শরৎ ষড়ঋতুর ধারাবাহিকতায় তৃতীয় ঋতু। এ ঋতুতে কাশফুল শুভ্রতা নিয়ে নদীর তীরে ফুটে ওঠে। মাঝে-মাঝে আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি ঝরে। কৃষক আমন ধানের বিজ রোপণে ব্যস্ত হয়ে পড়ে। গাছে গাছে মিষ্টি তাল পাকে। সবমিলিয়ে অনন্য এক প্রকৃতি ফিরে পায় বাংলার মানুষ। এ ঋতুতে ফুলে ফলে ভরে ওঠে বাংলার বাগ-বাগিচা।
শরতে ফোটে-হিমঝুরি, গগনশিরীষ, ছাতিম, পাখিফুল, পান্থপাদপ, বকফুল, মিনজিরি, শেফালি, শিউলি, কলিয়েন্ড্রা ও কাশফুলসহ ইত্যাদি ফুল। প্রতিটি ঋতুতেই ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন ভিন্ন ফলের সমাহার ঘটে। শরৎকালেও ফুলের পাশাপাশি তাল, আমলকী, চালতা, জলপাই, জগডুমুর, অরবরই, করমচা, ডেউয়া ইত্যাদি ফল পাওয়া যায়।
সন্ধ্যার টুকরো মেঘ স্পর্শ করে কিচিরমিচির শব্দে নীড়ে ফিরে পাখি। সবুজের চোখধাঁধানো দৃশ্য দেখে চোখ এবং হৃদয় দুটোই যেন প্রশান্তি অনুভব করে। শরতের আগমনে দোয়েল, কোয়েল, ময়না ও টিয়ার মধুময় গুঞ্জনধ্বনিতে প্রকৃতিপ্রেমীরা যেন তৃপ্তির ঢেঁকুর তোলে। নিজের অজান্তেই মন থেকে অস্ফুট বেরিয়ে আসে- ষড়ঋতুর এই বাংলা, আমি তোমায় ভালোবাসি।