বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

খোকার মনে

সুশান্ত কুমার দে
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
খোকার মনে

কি ভাবছে, কি আঁকছে, খোকা পড়ছে বই

কি লিখছে, কি শিখছে, মাস্টার মশাই কই?

অংক কষে, নামতা বসে, হয় না তাতে মিল

ইংরেজিটা জটিল ভাষা, পিঠে পড়ে কিল।

কৃষি বিজ্ঞান, নাই সম্মান কৃষক টানে মই

খালে বিলে, চাষি, জেলে এদের নিয়ে বই।

সমাজে ক্ষীণ শৃঙ্খলা হীন একতাবদ্ধ হীন

ভূগোল শুধু গন্ডগোল, পৃথিবীতে প্রতিদিন।

ধর্ম গুরু, চর্যা শুরু, তর্ক-বিতর্কেও গড়ায়

বিজ্ঞান বিশেষ জ্ঞান, আবিষ্কারের লড়াই!

খোকার মন সারাক্ষণ ঘুরছে কি যে পড়ি

মাস্টার মশাই আগে চাই, মানুষটাই গড়ি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে