শরৎ আসে মনটা জুড়ে
আলোর বান হাসে,
মিঠেল রোদে রাঙায় কী যে
রঙিন স্বপ্ন ভাসে।
শরৎ আসে আকাশ নীলে
পাখ-পাখালি মেলা,
সবুজ শোভা ইলিক ঝিলিক
যায় তো সুখে বেলা।
শরৎ আসে ঘাসের বনে
উড়ছে ফড়িং রাঙা,
খেলার মাঠে মজার খেলা
আনন্দে মন চাঙা।
শরৎ আসে শরত মেলা
জুড়ায় আহা প্রাণ!
ফুল বাগানে ফুলের মেলা
ছড়ায় মউ ঘ্রাণ।
শরৎ আসে শরৎ দিনে
আঁধার যায় টুটে,
রঙিন দিনে কাজের ধুম
কিষাণ কাজে ছুটে।