পকেটে কী মার্বেল আর
হাতে রঙিন ঘুড়ি,
খেলবে কোথায় কিশোর তোমার
মাঠ হয়েছে চুরি!
খেলার জন্য ছাদ রয়েছে
যায় না খেলা সকল,
দালান কোঠার ভিড়ে তোমার
আকাশ হলো দখল!
ফুল চেন না কূল দেখনি
বন্ধু সবাই জুটে,
কিশোর তোমার খুশির নদী
কেউ নিয়েছে লুটে!
বন্দি ঘরে সন্ধি করে
রঙিন ডানা মেললে!
কিশোর তোমার স্বপ্নরাজ্য
কই হারিয়ে ফেললে?