অবশেষে পেলাম তোরে
লাশ রাখা হিমঘরে
সোনা রে তোর নিথর দেহ
বইবো কেমন করে।।
গোটা বুকে শত বুলেট
শকুনেরি থাবা
রক্তে ভেজা হৃৎপিন্ডটা
ডাকছে বাবা বাবা
পাহাড়সম লাশের বোঝা
পা নাহি আর সরে।।
ভাঙতে গিয়ে দুষ্ট রাজার
রক্তে মাখা ওই হাত
জীবন দিয়ে কিনলে আবার
আর এক রাঙা প্রভাত
রক্ত মশাল দীপ্ত মিছিল
চাতক মরলো চরে।।