খোকার বন্ধু চাঁদ
প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আসাদ সরকার
বিল্ডিংয়ের ফাঁকে মাগো
চাঁদটি মারে উঁকি,
আমার মাথা যে দিকে যায়
সেদিক মারে ঝুঁকি।
মিটি মিটি আমার সাথে
চাঁদটি কেন হাটে?
আমার সাথে ঘুরে ঘুরে
যায় সে নদীর ঘাটে।
মাঝে মাঝে মেঘে কেন
আড়াল করে রাখে,
মেঘকে ফাঁকি দিয়ে মাগো
আমার সাথে থাকে।
তাহলে কি চাঁদটি আমার
বন্ধু মাগো হবে,
সারা জীবন আমার সাথে
সঙ্গী হয়ে রবে।