বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

আমাদের ছোট বাড়ি

এ এইচ এম আনোয়ারুল ইসলাম
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আমাদের ছোট বাড়ি

আমাদের ছোট বাড়ি ছোট টিন ঘর

মিলেমিশে থাকি মোরা যুগ যুগ ভর,

পাশাপাশি মিল রেখে সারি সারি ঘর

থাকি সেথা পরিবার নাহি কেহ পর।

লাল টিন সাদা টিন গেঁথে তুলি ঘর

অপরূপে দেখা মেলে খাড়া পরপর,

দূর থেকে মনে হয় যায় ট্রেন দূরে

লাল বাতি জ্বলে যেন আসে দেশ ঘুরে।

গায়ে গায়ে খ্যাতি আছে বড় বাড়ি নামে

বিপদের বন্ধু হয়ে ছুটে যায় কামে,

সুদ ঘুষ নাহি লয় তবু ছোটে পাশে

দুখীজন দুর্দিনে কাছে পেয়ে হাসে।

নারকেল গাছে ঘেরা নদী তীরে বাড়ি

নদী জলে ভেসে হাঁস মন নেয় কাঁড়ি,

কতো পাখি বাসা বুনে ঠাঁই নেয় ঘরে

বন্ধু হয়ে কেটে যায় যুগ যুগ ধরে।

আমাদের ছোট বাড়ি বিল থেকে দূরে

গাছে গাছে কতো পাখি গান গায় সুরে,

ময়না টিয়ে যারা গানেরই পাখি

দল বেঁধে গায় প্রাতে মেলে দেখি আঁখি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে