আমার সোনার বাংলা আমি
তোমায় ভালোবাসি
দু'চোখ ভরা আকাশ ভরা
স্বপ্ন রাশি রাশি।
শিশির ভেজা মুখর সকাল
পাখির মধুর গান
নদীর বুকে ছলাৎ ছলাৎ
ঢেউয়ের কলতান।
আম জাম কাঁঠাল লিচু
কত রকম ফল
রিমঝিমিয়ে বৃষ্টি এলেই
বাজাই পায়ের মল।
জোসনা রাতে তারার সাথে
ভাসাই মেঘের ভেলা
নদীর তীরে কাশফুলেরা
করতে থাকে খেলা।
সোনা মাখা রোদের আলোয়
পাকা ধানের ঘ্রাণ
মিষ্টি মধুর শীতের পিঠা
উতল করে প্রাণ।
গাছে গাছে রং-বেরঙের
ফুটে ফুলের হাসি
আমার সোনার বাংলা আমি
তোমায় ভালোবাসি।