শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সাদা মেঘের খেলা

বিলস্নাল মাহমুদ মানিক
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সাদা মেঘের খেলা

শরতের নীল আকাশের বুকে

সাদা মেঘ করে খেলা,

কখনো সে মেঘ তুলোর মতোন

আবার কখনো ভেলা।

কখনো মেঘেরা রবীন্দ্রনাথ

কখনো বা নজরুল,

আবার কখনো বাতাসে দোলানো

শরৎ বাবুর চুল।

হঠাৎ আবার ঘোড়ার মতোন

মুহূর্তে ফের হাতি,

নানা সাজে মেঘ রাঙায় আকাশ

করে কত মাতামাতি।

নদীর দু'কূলে সাদা কাশফুল

ভীড়ে মেঘেদের সঙ্গে,

রূপের পসরা বাড়িয়ে মেঘেরা

খেলে শরতের বঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে