শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ভোরের কবি

আল আমিন মুহাম্মাদ
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভোরের কবি

খোকা রোজ ভোরবেলা ওঠে

দেখে চেয়ে, বাগে ফুল ফুটে।

জোনাকিরা নেভে চুপচাপ,

শিশিরেরা পড়ে টুপটাপ।

পাখি গায় সুরে সুরে বনে

আলোছায়া কালোছায়া রণে।

চাষি মাঠে মাঝি ঘাটে যায়

রবি ওঠে গুটিগুটি পায়।

দোলা দেয় প্রকৃতির ছবি,

ভেবে ভেবে খোকা হয় কবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে