বন্ধু সবার

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মুহাম্মদ আলম জাহাঙ্গীর
শিশু-কিশোর যুবক বৃদ্ধ সকল নর-নারী, নীল আকাশের মেঘমালা চাঁদ গ্রহ তারার সারি। উত্তরি বায় দক্ষিণ হাওয়া নক্ষত্র আর রবি, সবাই খুশি পেয়ে তারা সর্বশ্রেষ্ঠ নবি। সাগর নদী হাওড় বাওড় ডোবা খাড়ি পুকুর, নবীর দেখা পেয়ে তারা করে হাজার শুকর। মাটি টিলা পাহাড় পর্বত শৃঙ্গ ঝরনাধারা, সবাই খুশি ধরায় তারা পেয়ে নবীর সাড়া। তরুলতা গাছ-গাছালি ফল-ফলাদি যত, উজার করে ফল ভরে দেয় দয়া নবীর মতো। বাগিচার ফুল মাঠের ফসল কীটপতঙ্গ ছবি, বসুন্ধরায় সৃষ্টি যত বন্ধু সবার নবি