হিমেল হাওয়া

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

আতাউর মালেক
ফুলকুঁড়িতে লিখছি ছড়া মাঝে মাঝে আসে, হিমেল নামের মুখটি চেনা আজো মনে ভাসে! ঢাকা যাওয়া হয় না তেমন হয় না তো তাই দেখা, ছড়াতে তার সুবাস ছড়ায় তাকে নিয়েই লেখা! ছড়া পড়ি গড় গড় গড় ছন্দ, মাত্রা-মিলে, মুগ্ধ হয়ে রই তাকিয়ে শাপলা ফোটা বিলে! কী চমৎকার লিখেন তিনি তাকাই শুধু দূরে, পাখ-পাখালি, দেশের কথা আঁকেন নানা সুরে! ছড়াতে তো আর পাব না হিমেল হাওয়া নাই, সৃষ্টিতে তার থাকুক বেঁচে এমন যেন পাই!