শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

কোন অচেনা তেপান্তরে হঠাৎ দিলি পাড়ি

আহমাদ স্বাধীন
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কোন অচেনা তেপান্তরে হঠাৎ দিলি পাড়ি

ফুলকুড়িদের মেলায়, অপার হাসি খেলায়

ছড়িয়ে মায়ার চাদর

বেশ তো ছিলি নিয়ে সবার ভালোবাসা-আদর

ছন্দ ছড়ায় শব্দ কথায় বলতি কত কিছু

কোন ফাঁকে যে মরণ ব্যাধি ধরল রে পিছু

হয়নি কারো জানা,

হঠাৎ করেই উড়াল দিলি মেলে অবাক ডানা!

হিমেল, হিমেল, ডাকছি কত ভাইটি আমার শোন্‌

এখনো তোর স্বপ্নমলাট হয়নি উন্মোচন।

কতটা পথ চলার বাকি, কত বাকি লেখা

এখনি কেন্‌ এমন করে থাকবি একা একা,

ধন্যি বালক মেঘের পালক জড়িয়ে নিজের গায়

সফেদ মেঘের ঘোড়ায় এমন সওয়ার হওয়া যায়?

খুব কী অভিমান ছিল তোর এই পৃথিবীর প্রতি,

হঠাৎ কেন থামিয়ে দিলি চেনা পথের গতি?

কোন অচেনা তেপান্তরে হঠাৎ দিলি পাড়ি

আমাদের বুক জুড়েই তো-

তোর ছিল রে ঘর-বাড়ি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে