সবুজ-শ্যামল বাংলা আমার এ দেশেতেই থাকি
বাংলা মায়ের রূপ দেখে ভাই জুড়ায় আমার আঁখি।
বাংলাদেশে জন্ম নিয়ে ধন্য হলাম আমি
বীর শহিদের রক্তে ভেজা দেশটা অনেক দামি।
এমন সুন্দর প্রিয় স্বদেশ কোথায় বলো আছে?
সত্যি আমি সুখ খুঁজে পাই বাংলা মায়ের কাছে।
চোখে সদা ভাসে আমার বাংলাদেশের ছবি
প্রিয় দেশের প্রেমে পড়ে কাব্য লেখে কবি।
খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি
এই তো আমার জন্মভূমি দেখতে পরিপাটি।
মাতৃভূমির কোলে থাকি জীবন কাটে সুখে
বাংলা আমার প্রিয় ভাষা বাংলা আমার বুকে।
সকল দেশের সেরা এ দেশ গর্ব করে বলি
ভয়-ভীতি নেই মনে আমার বুক ফুলিয়ে চলি।
এই কামনা সব মানুষের মুখে থাকুক হাসি
ষড়ঋতুর দেশ যে আমি অনেক ভালোবাসি।