শরৎকন্যার পরিচয়
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
প্রদীপ সাহা
শরৎকন্যা আসল যে ওই বর্ষাবতীর পর
সাদা মেঘ পেখম তুলায় দিয়ে এলো ভর।
শরৎকালে তাল পাকে সবুজে আমন ধান
ঋতুর রানী শরৎ যেন জুড়ায় মন-প্রাণ।
শরৎকালের শিউলি ফুল হরেক রকম নাম
শিশিরভেজা সকালে ছড়িয়ে থাকে অবিরাম।
রাতে ফুটে সকালেই ঝরে- এই সে ফুল
কভু তোলে না কেউ করে কোনো ভুল।
'দুঃখের বৃক্ষ' বলে শিউলি ফুলের নাম
উজ্জ্বলতা হারায় দিনে নেই কোনো দাম।
শেফালি, পারিজাত, রাগাপুষ্পি, কতো কী
শরৎকন্যার পরিচয়- শিউলি ছাড়া আর কী?
ধবধবে সাদা কাশ শরতের আগমনী ফুল
সাদা ফুলের চাদর বিছানো করে কেউ ভুল।
শ্বেত বসনা নৃত্য করে বাতাসে যখন দোলে
নদীর তীরে কাশফুল মনে তুফান তোলে।
কাশফুল শেখায় মোদের কোমলতা-সরলতা
ঘাসজাতীয় কাশফুলে মন করে আকুলতা।