শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বর্ষার কবিতা

আবদুল আলীম তালুকদার
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
বর্ষার কবিতা

বিদু্যৎ চমকিয়ে দেয়া এলো ডেকে

ঘনকালো মেঘদলে নীলাকাশ ঢেকে।

শ্রাবণেতে রিমঝিম বৃষ্টির খেলা

টুপটাপ ঝরছেই এবেলা ওবেলা।

দক্ষিণা বায়ুর তোড়ে শনশন্‌ রব

ঝোপেঝাড়ে পাখিদের সেকি কলরব।

গাছেগাছে সুশোভিত ফুলের বাহার

আম জাম কাঁঠালের ঢের সমাহার।

খালে-বিলে ফুটে কত শাপলা-কমল

উড়ে চলে সাদা সাদা বলাকার দল।

কানায় কানায় ভরা সব জলাশয়

ব্যাঙ ডাকে মনসুখে নেই ডর ভয়।

খাল নদী বিলে চলে পাল তোলা নাও

চলাচল করে লোকে এগাঁও ওগাঁও।

থৈ-থৈ চারিদিকে পানি আর পানি

মাঠে-ঘাটে ঠাঁই নেই একটু যে খানি।

পাকা পাকা ফলমূল আ হা মনলোভা

বর্ষায় বেড়ে যায় প্রকৃতির শোভা।

বারো মাসে জমে থাকা জঞ্জাল জরা

বাদলের পূতঃজলে শুচি করে ধরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে