শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ফুলের ঘ্রাণে জীবন গড়া

মান্নান নূর
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
ফুলের ঘ্রাণে জীবন গড়া

বৃষ্টি দিল জলের আলো ভেজা ভেজা স্নিগ্ধ হাওয়া,

বৃষ্টি দিল সরস পুকুর, মাছের গাছের সব চাওয়া।

দিল এ শীত জড়সড় পিনুর করুণ দু'হাত কাঁপা,

গাবের মোড়ে শেফালি দি'র গরম-গরম নরম ভাপা।

কুঁকড়ে ওঠা কুকুর ছানার নির্বিবাদী করুণ দু'চোখ,

জেগে ওঠা সুর বেলালী, ফোটে ওঠা বসন্তালোক।

ফাগুন দিল আগুন হতে হাজার রঙের ফুলের ভারে,

বোশেখ দিল বিশাল সাহস মুখ নিচু তোর উচিত নারে।

হাজার মিসাল প্রকৃতিতে শিখতে পারি সহজ পড়া,

প্রস্ফুটিত ফুলের ঘ্রাণে যেতে পারে জীবন গড়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে