ভূতের বাড়ি যাব

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০

জোবায়ের রাজু
ভূতের বাড়ি যাব আমি করব না তো ভয়, সবগুলো ভূতের সাথে করব পরিচয়। খালি হাতে যাব না তো নেব উপহার, হতে পারে জামা কাপড় কিংবা খাবার। ভূতের রাজ্যে গিয়ে করব ভাব সবার সাথে, মধুর আড্ডায় গল্প করব বিকাল থেকে রাতে। ওরা যদি সবাই আমায় করে সমাদর, মনের সুখে আমি কিন্তু ফিরব না ঘর। সারাজীবন থাকব আমি ওদের আস্তানায়, মাঝে মাঝে আসতে পারি আমার ছোট্ট গাঁয়। বড় বড় নখ ওদের দেখব আমি ধরে, জানতে চাইব অদৃশ্য হয় ওরা কেমন করে! তেঁতুল গাছে থাকে কেন প্রশ্ন করব সব, রাতে কেন যায় যে শোনা ওদের কলরব! সত্যি আমি ভূতের বাড়ি যাব সুযোগ পেলে, আমি হলাম দুঃসাহসিক অকুতোভয় ছেলে।