খোকান সোনা চাঁদের কনা
দুধ ভাত খেয়ে যা,
বাটি হাতে ডাকছে তোরে
জনম দুখিনী মা।
যখন তুই হাঁটতে শিখিসনি
ভাবনা ছিল না মনে,
বুকে ঘুমাতি নির্ভয়ে তুই
আঁখি দুটি মুদে।
বড় হয়ে দুষ্ট হলি কেন
শুনিস না কথা?
হোঁচট খেয়ে আঘাতে পেলে
ইস! আমার লাগে ব্যথা।