তোমাদের জন্য ছড়া

শ্রাবণ

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০

নূর মোহাম্মদ দীন
কদম কেয়া ফুটছে কত শ্রাবণ বাদল ধারায় মেঘবালিকা ছুটছে দেখ শহর গাঁয়ে পাড়ায়। ঝমঝমিয়ে বৃষ্টি যখন অঝোর ধারায় নামে কদম কেয়া চিঠি লেখে পাঁপড়ি আঁকা খামে। হিজল বনে চিঠি আসে বৃষ্টিভেজা ডাকে খবর পেয়ে ব্যাঙ সাথীরা নাচতে সবাই থাকে। ঘ্যাঙর ঘ্যাঙর গান ধরে সব ব্যাঙের ছানা-পোনা শ্রাবণ এলেই গুড়ুম গুড়ুম মেঘের ডাক যায় শোনা।