শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
তোমাদের জন্য ছড়া

দুরন্তপনা

সারমিন চৌধুরী
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
দুরন্তপনা

আকাশ হতে বৃষ্টি ঝরে

ডুবল নদী খাল,

ব্যাঙের ছানা নৃত্য করে

ইঁদুর কেলাই গাল।

পানির মধ্যে যাচ্ছে ভেসে

পুঁটি, কই মাছ,

পাতিহাঁস খুশির ঠেলায়

জুড়ে দিল নাচ।

কলা গাছের বাঁকল ধরে

বসে আছে চিংড়ি,

ছেলেপেলে টুকরি হাতে

খাচ্ছে ধরতে হুমড়ি।

বর্ষা এলেই দেখা মেলে

খলসে মাছের হাসি,

শিং,পুঁটির দুরন্তপনায়

আনন্দ লাগে বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে